Durood ibrahim bangla torjoma
Dorud E Ibrahim । দুরুদে ইব্রাহিম বাংলা অর্থসহ । দুরূদ শরিফ
দুরূদ শব্দের আরবি হচ্ছে সালাত। সালাত শব্দের অর্থ হলো দুরূদ বা শুভকামনা, তাসবীহ, গুণকীর্তন, রহমত, দয়া, করুণা, ইস্তিগফার বা ক্ষমা প্রর্থনা করা ইত্যাদি। দুরুদ শরীফ এমন একটি সম্ভাষণ যা মুসলমানরা নির্দিষ্ট বাক্যাংশ পড়ে ইসলামের সর্বশেষ নবী মহানবী হযরত মোহাম্মদের (সাঃ) শান্তির প্রার্থনার উদ্দেশ্যে পাঠ করা হয়।
শুভকামনা রইল সবার জন্য, আল্লাহর পথে সবাই যেনো অবিচল থাকতে পারে.
দরুদ শরীফ - দরুদে ইব্রাহিম বাংলা উচ্চারণ অনুবাদ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
“আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিন, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদিউ, ওয়া আলা আলি মুহাম্মদিম, কামা বারাকতা আলা ইবরাহীমা, ওয়া আলা আলি ইবরাহিমা, ইন্নাকা হামিদুম মাজিদ।”
বাংলা অনুবাদ
হে আল্লাহ! মুহাম্মদ (সাঃ) এবং তাঁহার বংশধরগণের উপর ঐরূপ রহমত অবতীর্ণ কর,
যেইরূপ রহমত হযরত ইব্রাহিম (আঃ) এবং তাঁহার বংশধরগণের উপর অবতীর্ণ করিয়াছ। নিশ্চয়ই তুমি প্রশংসা ভাজন এবং মহামহিম।
হে আল্লাহ! মুহাম্মদ (সাঃ) এবং তাঁহার বংশধরগণের উপর ঐরূপ বরকত দান কর,
যে রূপ বরকত ইব্রাহীম (আঃ) এবং তাঁহার বংশরগণের উপর করিয়াছ।
নিশ্চয়ই তুমি প্রশংসা ভাজন এবং মহামহিম।
#DuroodEIbrahimBangla
#DorudSharif
দরুদে ইব্রাহিম ফজিলত,
দরুদে ইব্রাহিম এর বাংলা অর্থ,
দরুদে ইব্রাহিম সঠিক উচ্চারণ,
দরুদে ইব্রাহিম বাংলায়,
durood ibrahim bangla ortho,
durood ibrahim bangla uccharon,
durood ibrahim bangla translation,
durood ibrahim bangla anubad,
durood ibrahim bangla torjoma,
durood ibrahim bangla anubad show,
durood e ibrahim bangla,
durood ibrahim with bangla translation
durood ibrahim bangla mane,
Comments
Post a Comment